কাশ্মীর কন্যা
বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –২৫/১০/২০২৪
কাশ্মীর কন্যা , তুমি ঠিক কি রকম
তা আমি বোঝাতে পারবো না
পাহাড়িয়া মেয়ে তুমি — পাথুরে হৃদয় , সবুজ মন
আকাশের তারারা ঝিলিক দেয় তোমার চোখে
তুমি বড্ড চুপ কথা ভালোবাসো।
সন্ধ্যায় তুমি যেন কোন রূপবতী নগরী
পাহাড়ের বুক চিরে দূরে বহুদূরে
তোমার আলোময় হাসি বড় ব্যাকুল করে হৃদয়-মনকে
তোমার অনিন্দ্য রূপ-লাবণ্য খুব বিস্মিত করে।
তুমি তোমার নিজের মতোই সুন্দর ব’লে
চোখের ভাষা ,অন্তরের অনাবিল প্রেম ,
পাহাড়ি ঝর্ণার খুশি খুশি নৃত্য
উপত্যকা-হৃদয়ের চুপ চুপ নির্জনতার ঢল
পাহাড়ি গাঁও কিংবা কোথাও গড়ে ওঠা শহুর-সভ্যতায়
তুমি অদ্ভুত এক প্রেম রসে ধন্যা , অপরূপা অনন্যা।
কাশ্মীরের পথে ,
২৫/১০/২০২৪