কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে কাঁকরতলা থানায় ডেপুটেশন বিধায়কের বিরুদ্ধে

কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে কাঁকরতলা থানায় ডেপুটেশন বিধায়কের বিরুদ্ধে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
নদীয়ার হরিনঘাটার বিধায়ক অসীম সরকার মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে সর্বত্র তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। বিধায়ককে গ্রেফতারের দাবিতে প্রতিটি থানায় বিক্ষোভ প্রদর্শন, ডেপুটেশন প্রদান কর্মসূচী অব্যাহত। সেরূপ ২৯ শে ডিসেম্বর সোমবার খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয় স্থানীয় থানার বড়রা, কাঁকরতলা, হরি একতলা,কদমডাঙ্গা সহ বিভিন্ন মুসলিম অধ্যুষিত গ্রামের জনগণ।কোরআন মুসলিম সমাজের পবিত্রতম গ্রন্থ, যার মর্যাদা ও স্বচ্ছতার উপর আঘাত মানে কোটি মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করা। এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পথে এর প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে দাবি জানাই—যাতে দোষীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয় এদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে। তাদের আরো বক্তব্য একজন বিধায়ক হিসেবে এবং সাংবিধানিক পদাধিকারী হয়েও এই ধরনের মন্তব্য যা ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ অনুযায়ী ২৯৯ ,৩০২,১৯৬,১৯৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।এই প্রেক্ষিতে উক্ত বিধায়কের বিরুদ্ধে ভারতীয় সংবিধান বিরোধী অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয় কাঁকরতলা থানায়। ওসির নিকট স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন হাজী সেখ সফিক,হাজী সেখ ইলিয়াস, মুফতি সালাম সাহেব,উজ্জ্বল হক কাদেরী,সেখ আব্বাস,সেখ দীপক প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Post Comment

You May Have Missed