কুলটি শ্রীপুর এলাকায় করোনা উপসর্গ নিয়ে মৃত এক বৃদ্ধা
কাজল মিত্র :- আসানসোল এর কুলটি বিধানসভার শ্রীপুর এলাকার 72 নম্বর ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে এক ৭০ বয়সী বৃদ্ধার মৃত্যু হওয়ায় এলাকায় আতঙ্কের ছায়া।
জানাজায় আজথেকে ১৫ দিন আগে রানীগঞ্জ এর এক বেসরকারী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল ।কিন্তু পরে সেখান থেকে সুষ্ঠ অবস্থায় ছেড়ে দেওয়া হলে তাদের বাড়িতে
আইসুলেসেনে থাকার নির্দেশ দেন। কথা মত বাড়িতেই আইসুলেসেনে থাকার পর শুক্রবার ওই বৃদ্ধা মারা যায়। কিন্তু এর পর বাড়ির পরিজনের লোকের ডাক্তারের কাছে মৃত পঞ্জিকরন চাইতে গেলে তাদের পুরোনো ডাক্তারি রিপোর্ট চাওয়া হয় তারপরেই রিপোর্ট পাওয়ার পর রিপোর্টে করোনার উপসর্গ মেলায় তড়িঘড়ি তৎপরতার সাথে
কুলটির বিধায়ক নিজে উদ্যোগ নিয়ে চিকিৎসক ও পুলিশ প্রশাসন এর সাথে কথা বলে ওই মৃত দেহটির স্বাস্থ্যবিধি মেনে সোমবার বিকালে ওই বৃদ্ধার সৎকার করা হয়। তারপর কুলটি হাসপাতালের বিএমওএইচ এর সাথে পরামর্শ নেওয়া হয় যে তার পরিবারের করোনা পরীক্ষা করানোর জন্য।এবং সকলকে 14 দিন হোম করেন্টাইনে থাকার কথা বলা হয় ।এর পর ওই এলাকাটি সম্পূর্ণ রূপে বাঁশের ব্যরিকেট দিয়ে শীল করে দেওয়া হয় ।এলাকার মানুষ আতঙ্কে রয়েছে ।