কাজল মিত্র,
তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি বুথ সভার আয়োজন করা হয়েছিল
: বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কুলটি বিধান সভার তৃণমূল এর প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয় কে
জেতানোর লক্ষ্যে কুলটি ব্লকের কার্যকরী সভাপতি তথা 102 নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী মৌমিতা সেনগুপ্ত এর নেতৃত্বে এলাকার শতাধিক মহিলাদের নিয়ে একটি বুথ ভিক্তিক কর্মী সভার আয়োজন করা হয়
এদিন এই কর্মী সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর রাজু কর্মকার ,102 নম্বরের ওয়ার্ড প্রেসিডেন্ট পিকু ঘোষ,সাফিউদ্দিন আনসারী সহ অনেকে । একই সাথে আসানসোল পৌর কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে কুলটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির নির্দেশে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বুথ কর্মী সভার আয়োজন করা হয়েছিল।এদিন কুলটি বিধান সভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভাশীষ মুখার্জী বিগত দশ বছরের বিকাশের তথ্য জানান ।তাছাড়া তিনি বুথ কর্মীদের তাদের বুথে গিয়ে রাজ্য সরকারের কাজের কথা জানানোর নির্দেশনা দিয়েছিলেন।তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে তৃণমূল কংগ্রেসকে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হতে হবে।
এবং বিজেপি সরকারের কূটনৈতিক নীতির বিরুদ্ধে সকলকে এক হয়ে সুন্দর বাংলা গড়ে তুলতে হবে ।কারন বিজেপি সরকার এক সাম্প্রদায়িক সরকার
দাঙ্গা বাজের সরকার ।বিজেপি সরকার বাংলায় আসার পর থেকেই বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে তার আগে বাংলায় কোনদিনই দাঙ্গা হতনা।কারন মুখ্যমন্ত্রী জাতি ধর্ম নির্বিশেষে সকল বর্ণের মানুষকে এক বন্ধনে বেঁধে রেখে ।