সেখ সামসুদ্দিন,
তৃণমূলের “একতা মঞ্চ” থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ডাক দিলেন জেলা যুব সভাপতি
একুশের নির্বাচনকে পাখির চোখ করে সম্প্রতি সাংগঠনিক বৈঠক করেছে তৃণমূল কংগ্রেস। যে বৈঠকে বিভিন্ন জেলায় ব্যাপক রদবদল করা হয়েছে। মাদার সংগঠন থেকে যুব সংগঠন বিভিন্ন ক্ষেত্রে রদবদল এনে বিধানসভা নির্বাচনের জন্য টিম গঠন করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাক্তন কর্মীর সঙ্গে উঠে এসেছে এক ঝাঁক নতুন মুখ। এর ব্যাতিক্রম হয়নি পূর্ব বর্ধমান জেলা ও ব্লক স্তরে। তেমনই পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সদ্য নবনির্বাচিত সভাপতি রাজবিহারী হালদার। এবছর জেলার যুব দায়িত্ব পেয়ে তিনি নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়েছেন দলের কাজে। সকাল থেকে সন্ধ্যা তাকে ছুটে বেড়াতে হচ্ছে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কোথাও সাংগঠনিক সভা আবার কোথাও তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে তৃণমূলের কর্মীরা। এমনই আজ তৃণমূলের এক জনসভা অনুষ্ঠিত হলো মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রাম বাজারে একতা মঞ্চে ব্লক মাদার কমিটি ও যুব যোদ্ধাদের মিলিতো মঞ্চ থেকে আগামী দিনের যে কর্মসূচি তা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বার্তা দিয়ে গেলেন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার। এছাড়াও এই একতা মঞ্চে উপস্থিত ছিলেন, ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবপ্রিয় যশ সহ সভাপতি রাকিবুল হক শাহ মন্তেশ্বর ব্লক সভাপতি আজিজুল শেখ, সহ সভাপতি লালন শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমদ হোসেন ছাড়াও আরো অনেক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। কর্মীদের উপস্থিতিতে এই জনসভায় জনজোয়ার দেখা যায়।