কৃষ্টিলোকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান লোকপুরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- শরতের আকাশ যখন উৎসবের আনন্দে ভরে উঠেছে। প্রকৃতির প্রতি কোনায় ধ্বনিত হচ্ছে উৎসবে জয়বাদ্য। সেই উৎসব মুখরতাকে আরো স্বপ্নীল রঙিন করতে কৃষিলোক নামক সাংস্কৃতিক গোষ্ঠী নিজেদেরকে সাজিয়ে তুলেছে নিত্য গীতের শারদ সম্ভারে।সেই নিত্য গীতের স্বপ্নীল পরিবেশে শনিবার মহালয়ার দিন সন্ধ্যায় খয়রাসোল ব্লকের লোকপুর ধর্মরাজ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংগঠনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।কচিকাঁচাদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও অনুষ্ঠান ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জানা যায় ২০১১ সালে সংগঠনের পথ চলা। এ বছর তাদের অনুষ্ঠান ১২ তম বর্ষে পদার্পণ করল। এলাকার সাংস্কৃতিক আবহাওয়াকে আরো উন্নত করার লক্ষ্যেই তাদের সংগঠনের পথ চলা বলে একান্ত সাক্ষাৎকারে জানালেন কৃষ্টিলোক গোষ্ঠীর অন্যতম সদস্য মিন্টু দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক প্রদীপ গড়াই,রাজেন্দ্র প্রসাদ দে ও সিদ্ধার্থ দত্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার সাহা, কৃষ্টিলোক গোষ্ঠীর কর্ণধার অভিজিৎ দত্ত প্রমুখ।