কেন্দ্রীয় সরকারের ড্রাইভারদের নিয়ে আইনের বিরোধিতায় পথ অবরোধ রাইপুরে
:- সাধন মন্ডল বাঁকুড়া:———অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর রাইপুর ব্লক কমিটির উদ্যোগে আজ বেলা সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের রাইপুর সবুজ বাজারে পথ অবরোধ করা হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ড্রাইভারদের নিয়ে যে আইন ঘোষণা করা হয়েছে ড্রাইভারদেরদের অভিযোগ এই কালা আইন অবিলম্বে বাতিল করতে হবে ।পথ অবরোধে সামিল শতাধিক ড্রাইভার যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়েছিল সেই সমস্ত গাড়ির ড্রাইভাররা আন্দোলনকে সমর্থন জানিয়ে পথে নামেন। রায়পুর ব্লক আইএনটিটিইউসি এর সভাপতি শেখ সাবীর আলী বলেন কেন্দ্রীয় সরকারের এই আইন কালা আইন এই আইন আমরা মানছি না আমরা মানব না তাই আমরা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছি এবং আজ রাইপুর সবুজ বাজার মোড়ে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কে আমরা এক ঘন্টা ধরে অবরোধ করছি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যই আমাদের এই আন্দোলন। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই কালা আইন বাতিল করতে হবে বলেও তিনি দাবি করেন । গাড়ির ড্রাইভার সহদেব টুডু, বিকাশ দেশোয়ালী, ফটিক দেশোয়ালি, চিত্তরঞ্জনগুলি মাঝি, কৃষ্ণ মন্ডল রা বলেন আমরা পেটের দায়ে ড্রাইভারি করছি। আমাদের পক্ষে জরিমান া টাকা দেওয়া কখনোই সম্ভব নয় তাই আমরা পথে নামতে বাধ্য হয়েছি এই কালা আইন অবিলম্বে প্রত্যাহার না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।।পরে রাইপুর থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।