কেন্দ্রীয় বাজেট কে হুক্কাহুয়া বাজেট বললেন তৃণমূল সুপ্রিমো

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,


সোমবার দুপুরে দিল্লির সাংসদ ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারামন ২০২১ -২২ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন।তাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়ায় এই বাজেট কে হুক্কাহুয়া বাজেট হিসাবে তির্যক উপমায় বিদ্ধ করেছেন। আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছেন – ” ভেকধারী সরকারের ভেকধারী বাজেট এটি”। এই মন্তব্যের আগে অবশ্য রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সাথে কেন্দ্রীয় বাজেটের সারবত্তা জেনে নেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান – ” কলকাতা থেকে প্লেনে নামার পর অমিত দা ( রাজ্যের অর্থমন্ত্রী)  এর কাছে কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে জানি।উনি বিশ্ব অর্থনীতি টা ভালো বুঝেন।তাই উনার কাছে জেনে মনে হল – এটি হুক্কাহুয়া বাজেট। এই সরকার ৭ বার পেট্রোলের দাম বাড়িয়েছে। আবার সেস যোগ করেছে লিটার পিছু আড়াই টাকা।ডিজেলেরও দাম বাড়িয়েছে। সেস যোগ করেছে চারটাকা।এই সরকার সব বেঁচে দিচ্ছে।রেল থেকে জীবনবিমার শেয়ার।ভাবা যায় জীবনবীমার ৭৪% বিলগ্নীকরণ করেছে এই সরকার। আবার বাজার থেকে ২ লক্ষ কোটি টাকা তুলবে বলছে”।চা বাগানে হাজার কোটি টাকার বরাদ্দকৃত অনুদান নিয়ে মমতা বলেন – “আগে ৭ টা চা বাগান সংস্কার করতে পারলোনা এই সরকার। তারা আবার চা শিল্পে উন্নয়ন করবে? রাজ্য সরকারের ‘চা সুন্দরী’ প্রকল্পে ৫০০ কোটি বরাদ্দকৃত রয়েছে”। কেন্দ্রের ৬৭৫ কিমি রাস্তা নির্মাণে ২৫ হাজার কোটি টাকার রাস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে বিষেদগার মমতা।তিনি এদিন বলেন – ” আমরা সব করে দিয়েছি।পথশ্রী প্রকল্পে রাজ্য সরকার অভাবনীয় কাজ করছে। কৃষকদের সর্বনাশ এমন ঘটিয়েছে এই সরকার, যে তারা আজ দিল্লির রাজপথে আন্দোলন চালাচ্ছে”। মুখ্যমন্ত্রী এদিন উত্তরবঙ্গের গত লোকসভা ভোটে তৃনমূলের ৮ টি আসন পরাজয়   নিয়ে ব্যর্থিত হয়ে আসন্ন বিধানসভার নির্বাচনে তৃণমূলের পাশে থাকবার বার্তা দেন উত্তরবঙ্গবাসিদের কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *