সুরজ প্রসাদ
কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতির বিরোধিতা করে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে তৃণমূল সরকার রাজ্যের সমস্ত নেতৃত্বকে নিজ নিজ এলাকায় সেই কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন খোদ দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।বৃহস্পতিবার বর্ধমান কার্জন গেট চত্বরে এই কর্মসূচির অংশ হিসেবে কোল ইন্ডিয়া বেসরকারিকরণ সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ নীতির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিনের সমাবেশে মন্ত্রীর সাথে দেখা যায় জেলার সমস্ত তৃণমূল নেতৃত্ব কে। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে আগামী কয়েক দিন বেশ কয়েকটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে বলে জানান মন্ত্রী । এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ও সহ-সভাপতি দেবু টুডু। কেন্দ্রীয় প্রকল্প গরিব কল্যাণ যোজনা থেকে পশ্চিমবঙ্গ কে বাদ দেওয়ায় তীব্র কটাক্ষ করেন সহ সভাধিপতি। বাঙলা কে এভাবে বঞ্চিত করলে বাংলায় বিজেপি করা যাবে না বলে এদিনের সভা থেকে হুঁশিয়ারি দেন তিনি।