কেন যাবে?
পূজা দাস বোস (কলকাতা)
এখন পৃথিবী জুড়ে গভীর অসুখ
আকাশে ভয়ঙ্কর কালো মেঘ
এমন সময় কেন চলে যাচ্ছো ?
অশোকের বনে কি সুখ পাবে যদি না মানুষ থাকে
এই হাহাকারের পথ ক্ষুধার্ত শিশু একবাটি ভাত আর ওই ভাগাড়ের দুর্গন্ধ ভুলে কেমন করে থাকবে তুমি ?
তুমি কাঁদবে দূর থেকে কাঁদবে
চিল শকুনের উড়ে যাওয়া দেখবে
শিয়ালের ডাক শুনতে পাবে …
আমার কাছে আসতে চাইবে ,
তখন পাজর ভাঙা যন্ত্রণায় বোবা হয়ে যাবে তুমি ,
কোথায় যাবে আমাকে ছেড়ে ?
এই মলিন আঁচলের গন্ধ ছেড়ে
বন্যায় ভেসে যাওয়া শূন্য ক্ষেত .. ভাঙা পথ .. ঘর ..
আর অর্ধেক কাপড়ে যে মা বোসে আছে শরৎ দেবীর মুখ দর্শনের লোভে !
তাকে ছেড়ে তুমি কোথায় যাবে ?
যে ফুল উদাস থাকে গভীর বনে
যে আলো মিলিয়ে যায় হাজার আলোয়
সেই সব না ধরা শব্দের মালা গাথি আমি
তোমাকে ছুলে ।
তবু তুমি চলে যাবে
এমন দুঃসময়ে ? কেন যাবে ?