কলকাতা, জানুয়ারি ২০২৫ :- অনুষ্ঠিত হয়ে গেল নব যুবক সংঘের উদ্যোগে কেশব চন্দ্র সেন স্ট্রিটে এলাকার দুস্থ মানুষদের কম্বল,গরম কাপড়,হুইল চেয়ার,ফল এবং কেক বিতরণ অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএলএ দেবাশীষ কুমার, প্রবন্ধ রায়, সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, সঞ্জয় রায়, সৌম বক্সী, প্রিয়াঙ্কু পান্ডে, প্রদীপ মজুমদার, সঞ্জীব আচার্য, ভাস্কর সিনহা ছাড়াও সম্মানীয় অতিথিরা।
রাজ্যে শীতের প্রকোপ এখনো জারি রয়েছে। আর এই শীতের মরশুমে দুস্থদের পাশে দাঁড়ালো নব যুবক সংঘ ক্লাব। কেশবচন্দ্র সেন স্ট্রিটে নব যুবক সংঘের উদ্যোগে শীতবস্ত্র অর্থাৎ কম্বল এবং গরম জামা বিতরণের আয়োজন করা হয়েছিল তার সাথে ছিল হুইল চেয়ার। অনুষ্ঠানে প্রায় ৬০০ টি কম্বল বিতরণ করা হয়।
কেশবচন্দ্র সেন স্ট্রিটে বস্ত্রবিতরণ
