ছট পুজো একটি প্রাচীন হিন্দু উৎসব। যা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা বোঝায় এবং জীবনদায়ী শক্তিকে সম্মান জানানো বোঝায়।আর এই ছট পুজো সবাই গঙ্গায় বা কোনো বড় জলাশয়ে গিয়ে পালন করে কিন্তু ৭০ নং কেশব চন্দ্র স্ট্রিট – এর বাসিন্দা এক অভিনব ভাবে এই ছট পুজো পালন করছেন।এই বাড়ির বাসিন্দারা নিজেদের বাড়িতে জলাশয়ে বানিয়ে এই পুজো পালন করছেন
কেশব চন্দ্র স্ট্রিটে ছটপুজোয় নিজস্ব কৃত্রিম জলাশয়
