খায়রুল আনাম,
চড়াম চড়াম ঢাকের শব্দ বা গুড় বাতাস, কোনও কিছুর দাওয়াই এবার নেই বীরভূমের পঞ্চায়েত ভোটে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে তিহাড় জেলে বন্দি থাকায়, এই প্রথম তৃণমূল কংগ্রেস জেলায় কোনও ভোটে নেমেছে। তাই জেলায় দলের অন্যদের এনিয়ে একটা চাপও রয়েছে, অনুব্রতর উপস্থিতির ফলাফল ধরে রাখার ক্ষেত্রে। যদিও বিগত পঞ্চায়েত ভোট জেলায় হয়নি বললেই চলে, উন্নয়নের মশারি টাঙিয়ে রাখার ফলে। তাই আগের মতো ১০০ শতাংশ সাফল্য ধরে রাখাটাও এবার জেলার নেতাদের কাছে একটা পরীক্ষা। আগে প্রতিটি ভোটের দিন বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যাকয় সকাল থেকেই গমগম করতো। এবার শুনশান। অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বাড়ির অবস্থাও একই। যদিও দলীয়স্তরে জেলার দায়িত্বে থাকা ফিরহাদ হাকিম এবং দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রায় জেলায় এসে একশো শতাংশ সাফল্যের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন। সকাল থেকে সেই অ্যাসিড টেস্টেই নেমেছে শাসক শিবির।