কৈভাল্য ধামের যোগা ইনস্টিটিউট উদ্যোগে ভারত যোগা মেলার আয়োজন।
২৭শে এপ্রিল ২০২৪ দক্ষিণ কলকাতা প্রিন্স বেখতিয়ার সাহা রোডে কৈ ভাল্যধাম,যোগা ইনস্টিটিউট এর পক্ষ থেকে ভারত যোগা মেলা সিরিজের আয়োজন করা হয়।মূলত এই অনুষ্ঠানটি মানসিক স্বাস্থ্যের উপরেই রাখা হয়।এই অনুষ্ঠানটি পার্টনার হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,কলকাতা নিউ আলিপুর রোটারি ক্লাব,উত্তর কলকাতার লায়ন্স ক্লাব,যোগা লাইভ,রবীন্দ্র সরোবর ফ্রেন্ড ফোরাম,ব্রেদপ্রচার ট্রাস্ট, সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্য লাভ করে।এই অনুষ্ঠানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জোনাল হেড পি,সি খুরানা,কৈ ভাল্যধামার যোগা ইনস্টিটিউ সংস্থারই সি,ই,ও সুবোধ তিওয়ারি,যোগা টিচার রবী দীক্ষিত উপস্থিত ছিলেন। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট