কোপা প্রশিক্ষণার্থীদের জন্য সি-ড্যাক ওয়ার্কশপের উদ্বোধন

Spread the love

কোপা প্রশিক্ষণার্থীদের জন্য সি-ড্যাক ওয়ার্কশপের উদ্বোধন

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-:

   নিজেদের কোপা (COPA) প্রশিক্ষণার্থীদের জন্য আইটি ক্ষেত্র পরিচালিত কর্মশালার মাধ্যমে   চারটি বিশেষ ক্ষেত্রে উন্নত আইটি কৌশলগুলির সংস্পর্শে আনার জন্য ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ প্রিমিয়ার স্বায়ত্তশাসিত সংস্থা সি-ডিএসি অর্থাৎ সেণ্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং কেন্দ্রের সঙ্গে সংযুক্তি ঘটল বেলুড় রামকৃষ্ণ মিশনের অধীনস্থ আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই কেন্দ্রের। 

 আইটিআই কনফারেন্স হলে আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজী মহারাজ সহ সি-ড্যাক এর ডেপুটি ডিরেক্টর ও বৈজ্ঞানিক ড. হেনা রায়, সি-ড্যাক এর দেবব্রত দোলোই, CMERI এর সিনিয়র বিজ্ঞানী ড. পার্থ সারথি পল, ISP এর সিনিয়র ম্যানেজার দীনেশ কুমার প্রমুখের উপস্থিতিতে ১৮ ই ডিসেম্বর এই কর্মশালার শুভ উদ্বোধন হয়।

  উদ্বোধনী ভাষণে স্বামীজী উপস্থিত সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের স্বাগত জানান। পাশাপাশি   ডেটা অ্যানালাইসিস, অ্যাডভান্স এক্সেল, স্যাপ (SAP) এবং সাইবার সুরক্ষার মত চারটি অগ্রিম আইটি কৌশল ৪ মাসের মধ্যে ছড়িয়ে দেওয়ার মতো কর্মশালা পরিচালনার জন্য তিনি সি-ড্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সি-ড্যাকের সঙ্গে      তাদের আইটিআই কর্তৃপক্ষের সমন্বয় সাধনে ড. পার্থ সারথি পলের ভূমিকার প্রশংসা করে তাকেও ধন্যবাদ জানান। শুরু থেকেই আর্থিক সহায়তার জন্য তিনি SAIL ও ISP কর্তৃপক্ষকেও স্বামীজী ধন্যবাদ জানান। 

 কীভাবে প্রযুক্তি সাধারণ মানুষের জীবনকে রূপান্তরে সহায়তা করতে পারে এবং সি-ড্যাক কীভাবে এইক্ষেত্রে প্রযুক্তিগত এজেন্ট হিসাবে কাজ করছে তা কয়েকটি উদাহরণ সহ ড. হেনা রায় ব্যাখ্যা করেন। এছাড়াও তিনি রামকৃষ্ণ মিশনের একাডেমিক পরিবেশের প্রশংসা করে বলেন, আসানসোলের রামকৃষ্ণ মিশন আশ্রম আইটি-র সাথে যুক্ত হয়ে তিনি গর্ববোধ করছেন। 

  কীভাবে সি-ড্যাক আমাদের প্রশিক্ষণার্থীদের  বৃহত্তর উদ্দেশ্যগুলি পূরণের জন্য আমাদের আইটিআইয়ের সাথে যুক্ত হয়েছে সেটি ড. পল তার সংক্ষিপ্ত ভাষণে ব্যাখ্যা করেন।

   সমাপ্তি ভাষণে আইটিআইয়ের সমন্বয়কারী বিআর কৌশিক প্রশিক্ষণার্থীদের সুবিধার জন্য সেমিনার ছাড়াও প্রযুক্তিগত ক্ষেত্রে নিয়মিত কর্মশালা পরিচালনার প্রতি গুরুত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *