সুকান্ত ঘোষ,
বৃহস্পতিবার কেন্দ্রর দেওয়া ৫০ হাজার কোভ্যাক্সিন টিকা এসে পৌঁছেছে।আজ অর্থাৎ শুক্রবার আসছে ২ লাখ কোভিশিল্ড টিকা।ইয়াসের জন্য কলকাতা বিমানবন্দরে বিমান উঠানামাতে বিধিনিষেধ ছিল।তাই বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার পৌঁছায় ৫০ হাজার কোভ্যাক্সিন ডোজ। ইতিমধ্যেই বাংলাতে ১ কোটি ৩৭ লক্ষ ব্যক্তির করোনা টিকা দেওয়া হয়েছে। যা প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।৪৫ বছরের বেশি ব্যক্তিদের রাজ্য সরকার বিভিন্ন স্বাস্থ্য শিবির করে করোনা টিকাকরণ কর্মসূচি চালাচ্ছে।এবং সেইসাথে গত ১৬ মে থেকে ৩০ মে অবধি লকডাউন রাখলেও পরবর্তীতে আগামী ১৫ জুন পর্যন্ত লকডাউন বহাল রেখেছে রাজ্য সরকার।