কোহিনূর এর উজ্জ্বল উপস্থাপনায় দ্রোহী ও রাবন
থিয়েটারের মধ্য দিয়ে লোক শিক্ষা হয়-এ রকমই ভাবনা প্রকাশ পায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথায়।আর সেই কথাটি যেন উঠে এলো ২৩ ডিসেম্বরের সন্ধ্যায় জ্ঞান মঞ্চে দ্রোহী ও রাবন নামক দুটি উপস্থাপনা দেখে।
এদিন সন্ধ্যায় কোহিনূর ডান্স একাডেমী প্রযোজিত এই মুহূর্তে সকলের প্রিয় নৃত্যগুরু কোহিনূর সেন বরাট যেভাবে উপস্হিত দর্শকদের কাছে তার নৃত্য ভাবনা তুলে ধরেন তা এক কথায় প্রশংসনীয়।
শুধু তার নৃত্য নির্দেশনাই নয় সমস্ত প্রযোজনার টির আলো,থেকে সঙ্গীত সহ সকল কলাকুশলীরা যেন দায়িত্ব সামলেছেন নিজেদের সেরাটা দিয়ে বিশেষত কৌশিক সেনগুপ্ত র নৃত্য রূপরেখা টি যেন দর্শকদের কাছে এক অনন্য প্রাপ্তি হয়ে ধরা দেয়। সব শেষে বলা যেতে পারে নিজেদের প্রতিষ্ঠানের ৮ম বর্ষের এই অনুষ্ঠান টিকে সামাজিক দায়বদ্ধতার সামিল করতে সচেষ্ট হন। ছবি রাজেন বিশ্বাস