কৌশিকী অমাবস্যায় তারাপিঠ তীর্থ স্থানে মদ গাঁজা বর্জন হোক স্বপন দত্ত বাউলের সচেতন।।

Spread the love

কৌশিকী অমাবস্যায় তারাপিঠ তীর্থ স্থানে মদ গাঁজা বর্জন হোক স্বপন দত্ত বাউলের সচেতন।।

সংবাদদাতা — কৌশিকী অমাবস্যায় তারা পিঠে লাখো লাখো ভক্তবৃন্দের আগমন ঘটে তারা মায়ের দর্শন লাভ, পুজো , মহা শ্মশানে হোম, যজ্ঞ করার জন্য। ২০২৩ ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় এ বছরও অসংখ্য ভক্ত বৃন্দ এসেছিলেন দূর দূরান্ত থেকে। জগতের মঙ্গল কামনায় কৌশিকী অমাবস্যায় তারা মায়ের পুজো হোম যজ্ঞ করলেন খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমানের শিল্পী স্বপন দত্ত বাউল। এবং তিনি মহা শ্মশানে ঘুড়ে ঘুড়ে মদ গাঁজা বর্জনের ডাক দিলেন বাউল গানে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, জাতীয় সম্মানিত, রাষ্ট্রপতির প্রশংসিত এবং নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সমাজ সচেতনের বাউল শিল্পী তারাপীঠ তীর্থস্থানে ও মহা শ্মশানে ঘুড়ে ঘুড়ে মাদক দ্রব্য তামাক দ্রব্য সেবনের বিরুদ্ধে ও বর্জনের ডাক দিলেন সচেতন করলেন রাষ্ট্রপতির উপহার দেওয়া একতারা বাজিয়ে। সাধু সন্ত ও মদ গাঁজা সেবন করে নেশায় বিভোর ভক্ত বৃন্দ ও সাধারণ ভক্ত বৃন্দ সকলেই স্বপন বাউলকে পেয়ে আনন্দে মাতলেন । স্বপন বাউল বললেন গানে ও বক্তব্যে শুধু তারা পিঠে নয় সকল তীর্থ স্থান থেকে মদ গাঁজা বর্জন করতে হবে । মদ গাঁজা খেয়ে মাতলামি অসভ্যতা করে তারাপীঠ কে কলুষিত করবেন না । মাদক দ্রব্য তামাক দ্রব্য বিষে ভরা অকালে প্রাণ হারাতে হবে ক্যানসার তে মরণ হবে। মদের নেশায় গাঁজার নেশায় বিভোর ভক্ত বৃন্দরা এই সচেতন ও তারাপীঠ তীর্থ স্থানে মদ গাঁজার বিরুদ্ধে প্রতিবাদ দেখেও কেউই স্বপন দত্ত বাউলের এই মদ গাঁজা সেবনের বিরুদ্ধে সচেতন নিয়ে কোনো অসুবিধার সৃষ্ঠি করেন নি। বরং সকলেই বলেছেন এমন করে কেউ কখনো বোঝায় না মদ গাঁজা সেবনের ফলে আমাদের মৃত্যু হলে আমাদের সংসার পরিবার সব ভেষে যাবে । নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে এমন সচেতন দেখে কৌশিকী অমাবস্যায় আগত লাখো লাখো ভক্ত বৃন্দ স্বপন দত্ত বাউলের সমাজ সচেতন কে সাধুবাদ জানিয়ে প্রশংসা করেন এবং অনেক সাধু সন্ত আশির্বাদ করেন। অনেকেই বলেন বাংলার বুকে সুষ্ঠ সমাজ গঠনে এমন লড়াকু প্রতিবাদী সচেতনের বাউলের জুড়ি মেলা ভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *