আমিরুল ইসলাম,
ভাতার হাইস্কুলে প্রচেষ্টা সংস্থা ও ASFHM পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের তিরোধান উপলক্ষে ব্রাহ্মণদের সংবর্ধনা।
আজ রবিবার ভাতার মাধব পাবলিক হাইস্কুলে প্রচেষ্টা সংস্থা ও ASFHM যৌথ উদ্যোগে প্রায় কুড়িটি ব্রাহ্মণ কে আর্থিক সাহায্য ও সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি ভাতারের 2 ক্যারাটের ছাত্রী যারা জাতীয় স্তরে খেলবে তাদের কেউ আর্থিক সাহায্য করে এই দুই সংস্থা।
আ্যডভ্যান্স সোসাইটি ফর হেডমাস্টার আ্যন্ডফ হেডমিসট্রেস(এ এস এফ এইচ এম) পূর্ব বর্ধমান জেলা সম্পাদক স্বপন কান্তি চৌধুরী জানান, আজ স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস উপলক্ষে আমরা বিধায়ক মান গোবিন্দ অধিকারীর উপস্থিতিতে বেশকিছু ব্রাহ্মণদের সম্বর্ধনা জানালাম। পাশাপাশি দুই ক্যারাটে ছাত্রীকে আমরা আর্থিক সাহায্য করলাম।
উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী,ভাতার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য মহেন্দ্র হাজরা, পঞ্চায়েত প্রধান পরেশনাথ চক্রবর্তী এবং প্রধান শিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক স্বপনকান্তি চৌধুরী।
