ক্যারাটে প্রতিযোগিতায় বিশেষ সফলতা অর্জন,খয়রাশোল এলাকার খেলোয়াড়দের
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গত ৫ থেকে ৭ই জানুয়ারী রাজ্যস্তরের ফার্ষ্ট আইকক্স স্টেট কিওকুশিন ক্যারাটে টু্র্ণামেন্ট ২০২৪ এর আয়োজন করা হয়েছিল পশ্চিমবর্ধমান জেলার দুর্গাপুরে। খয়রাসোল ব্লক এলাকা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮ থেকে ১০ বছর বয়সের মেয়েদের গ্রুপে ২য় স্থান পায় উপাসনা সুত্রধর। ৮থেকে ১০বছর বয়সের ছেলেদের গ্রুপে রুদ্র ঘোষ প্রথম স্থান অর্জন করে।১৪ থেকে ১৬ বছর বয়সের ছেলেদের গ্রুপে রাজদ্বীপ মন্ডলের স্থান চতুর্থ।উল্লেখ্য মোট ৬ জন ছেলেমেয়ে খয়রাশোল ব্লক এলাকা থেকে অংশগ্রহণ করেছিল। এহেন স্থানাধিকারীর জন্য এলাকার ছেলেমেয়ে থেকে অভিভাবক মহল সহ এলাকাবাসী গর্বিত। গ্রামের ছেলেমেয়েরাও শহরের সাথে পাল্লা দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গ্রামের ছেলে মেয়েরাও পারে পাল্লা দিতে।বিশেষ উল্লেখ্য যে,উক্ত প্রতিযোগিতায় রাজ্যের ৯টি জেলা থেকে সমস্ত ইভেন্ট মিলিয়ে মোট ১৫০ জন প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করেছিল।উপস্থিত ছিলেন খয়রাশোল এলাকার সফল প্রতিযোগিদের প্রশিক্ষক ৩য় ডিগ্রী ব্ল্যাক বেল্ট অলোক চ্যাটার্জী।