ক্লাব টাউন গেটওয়ে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা

Spread the love

রাজেন বিশ্বাস ,

১৬ই অক্টোবর ২০২৩ তারিখে নিউটাউনের সিটি সেন্টার ২-এর বিপরীতে ক্লাব টাউন গেটওয়ে ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন-এর তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এদিনের এই সাংবাদিক বৈঠকে দুর্গা পুজো কমিটির তরফ থেকে সম্পাদিকা শ্রীমতি কল্যাণী রায় উপস্থিত সকল সাংবাদিকদের জানালেন যে, গত বছরের মতো এবছরেও তাদের দ্বিতীয় বর্ষের দুর্গা পুজো মহিলা দ্বারা পরিচালিত হবে এবং এই আবাসনের ১৯১টি ফ্ল্যাটের মধ্যে ১২০টি ফ্ল্যাটে বসবাসকারী আবাসিকবৃন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই উৎসবের আয়োজন করেন।

সম্পাদিকা আরও জানালেন যে এবারের দুর্গা পুজোয় মায়ের মূর্তিটির স্রষ্টা হলেন দেগঙ্গার শ্রী সুশান্ত পাল মহাশয় এবং শ্রী পঞ্চমীর দিন মায়ের এই মূর্তির আবরণ উন্মোচন করবেন আচার্য পণ্ডিত অজয় ভট্টাচার্য্য মহাশয়। এছাড়াও মহাষষ্ঠীর দিন ‘মাতা কী চৌকী’ অনুষ্ঠিত হবে এবং মহাষ্টমীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে Zee সারেগামা অংশগ্রহণকারী সঙ্গীত শিল্পী শ্রী অনুরাগ চ্যাটার্জী সহ ভোকালিস্ট শ্রী তমাল মুখার্জী এবং অলকানন্দা সেনগুপ্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাছাড়াও পুরুষ সার্থক ও তাঁর ডান্স ট্রুপ-এর তরফ থেকে নৃত্যানুষ্ঠান আয়োজিত হবে।

সম্পাদিকা শ্রীমতি কল্যাণী রায় জানালেন দুর্গোৎসব পালনের পাশাপাশি এবছরে সামাজিক কাজের অঙ্গ হিসেবে গত ১৫ই অগাস্ট ২০২৩ তারিখে স্বাধীনতা দিবসে ক্লাব টাউন গেটওয়ে ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং চার্ণক হাসপাতাল-এর ব্লাড ব্যাংক-এর সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই আবাসনে। এছাড়াও আগামীদিনে সমাজসেবামূলক কাজের অঙ্গ হিসেবে পাথরপ্রতিমার একটি অনাথ আশ্রমের পরিকাঠামোগত উন্নয়নের কাজে এই আবাসনের আবাসিকরা সাহায্যের হাত বাড়িয়ে দিতেও ইচ্ছুক।

এদিনের এই সাংবাদিক বৈঠকটির মিডিয়া ইভেন্ট ম্যনেজার হিসেবে Ramex Media-র শ্রী বিশ্ব রঞ্জন চৌধুরী মহাশয়ের তত্ত্বাবধানে ২৫টির বেশি সংবাদমাধ্যমের সাংবাদিকরা যোগদান করেন। ছবি রাজেন বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *