দীপঙ্কর চক্রবর্তী
ক্লাস নেই ছবি বেচে অসহায় মানুষদের পাশে
করোনায় সারা দেশে সব বন্ধ,বন্ধ স্কুল কলেজ।হাজার হাজার মানুষ কাজ হারিয়েছন।ঠিক এই সময় কয়েকজন তরুন,তরুনীর মনে এক বিচিত্র ইচ্ছা দানাবাধল।যখনই ভাবা আর তৎক্ষনাৎ সেই কাজে লেগে পরল তারা।পূর্বস্হলী ১ নং ব্লকের শান্তনু দেবনাথ সহ বিভিন্ন এলাকার তৃষা,ঐন্দ্রিলা,প্রিয়া,সৌরভ,মৌরা পরে কলকাতা গভঃমেন্ট কলেজ অফ আর্টস এন্ড ক্রাফ্ট( এম,এফ,এ,ইন,পেইন্টিং) এর এই ছাত্রছাত্রীরা তাদের পছন্দ,কখনো কোন মানুষের পছন্দের ছবি এঁকে সেগুলো বিক্রি করে করোনায় কাজ হারান তাঁত শ্রমিক,চাষী,ঘরের কাজ এরকম বিভিন্ন মানুষদের সাহায্য করে মোট ১৫ হাজার টাকা দিয়ে।গোলাহাটের এক ক্যানসার আক্রান্ত কিশোরিকেও তারা ছবি বেঁচে ২১ হাজার টাকা অর্থ সাহায্য করে।শান্তনু আরো বলে চলে বিভিন্ন এলাকায় চাপাহাটি,গোলাহাট,তেলিনিওপাড়া,পারুলিয়ার বিভিন্ন বাড়ির পাকা দেওয়ালে সে বড় সাইজের ছবি আঁকছেন।পিয়ালী ভৌমিক নামে গৃহবধু বলেন বাড়ির দেওয়ালে শান্তনুর আঁকা ছবিগুলো সত্যি বাড়ির পরিবেশ অন্য মাত্রা,সৌন্দর্য এনে দিল।শন্তনুর কথায় এখন কলেজ বন্ধ,আমরা শিক্ষার্থীরা সবাই ঘরে বসে আছি,ছবি আঁকা প্রাক্টিস করব তার জন্য রং,তুলি,কাগজ বা বিভিন্ন সামগ্রী প্রয়োজন সেগুলো কিনতে পারছি না।বাড়ির অবস্হাও সচ্ছল নয়। আমাদের প্রসক্টিসতো বন্ধ রাখা যাবে না চালিয়ে যেতে হবে তাই এই পন্হা নিয়েছি। উৎসাহি ব্যাক্তিদের বাড়ির দেওয়ালে যেমন ছবি আঁকছি তেমনি আমাদের পছন্দ করা ছবি বা কারো ইচ্ছার উপরের ছবি এঁকে সেই অর্থে করোনায় অসহায় মানুষদের সাহায্য করছি আবার মূমূর্শ রোগীরও পাশে থাকছি আর আমাদের আঁকার আছেই।