সঞ্জয় হালদার,
দক্ষিণ-পূর্ব রেলওয়ে এর খড়গপুর ও আদ্রা ডিভিশনের ডিভিশনাল কমিটির বৈঠক এ রেলের সম্মানীয় আধিকারিকদের সাথে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনাপর্ব সম্পন্ন হল । উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন মহাশয় ও রেলের উচ্চপদস্থ আধিকারিক গন।
তারই কিছু আলোচিত বিষয়সমূহ
১) গড়বেতা স্টেশনের নিকট আমলাগোড়া লেভেল ক্রসিং এর আন্ডারপাস ।
ওভারব্রীজ পরিকল্পিত রয়েছে রেল দপ্তরের , যা ২০২৫-২৬ এর বাজেটে প্রেরন করা হবে।
২) চন্দ্রকোনা স্টেশনের নিকট লেভেল ক্রসিং এর আন্ডারপাস নির্মাণ।
ওভারব্রীজ পরিকল্পিত রয়েছে রেল দপ্তরের , যা ২০২৫-২৬ এর বাজেটে প্রেরন করা হবে।
৩) ঝাড়গ্রাম রেল স্টেশনের নিকট কদম কানন লেভেল ক্রসিং এর আন্ডারপাস অতিসত্বর নির্মাণ।
রোড ওভারব্রীজ করার অনুমোদন দেওয়া হয়েছে, যা আগামীদিনে বাস্তবায়িত হতে চলেছে।
৪) ঝাড়গ্রাম স্টেশনের নিকট বামদা লেভেল ক্রসিং এর আন্ডারপাস নির্মাণ।
রোড ওভারব্রীজ নির্মাণ করার অনুমোদন দেওয়া হয়েছে ।
ঝাড়গ্রাম পুরুলিয়া মধ্যে নতুন ট্রেন লাইন নির্মাণ আগামীদিনে বাস্তবায়িত হবে।
এছাড়াও একাধিক মেইল/এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নিয়ে আলোচনা করা হয়েছে যার ছবি নিচে দেওয়া হয়েছে
বিশেষ করে ঝাড়গ্রাম স্টেশনে , হাওড়া -খড়গপুর লোকাল ট্রেন গুলি সম্প্রসারণের দাবি জানানো হয়েছে।
*তার পাশপাশি খড়গপুর- টাটা ডিভিশন ও খড়গপুর – আদ্রা ডিভিশনের মধ্যবর্তী স্টেশনগুলিতে সান্তালী ভাষাতে আগমন/প্রস্থান এর ঘোষণা যাতে ইতিমধ্যে কার্যকরী হয় তার দাবি জানানো হয়েছে।