খতিবে আজম সমিতির উদ্যোগে দুঃস্থদের শীতবস্ত্র প্রদান, দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:-
মানব সেবাই হচ্ছে প্রকৃত সেবা। আর এই মানব সেবার ব্রত নিয়ে সারা পৃথিবীজুড়ে কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে খতিবে আজম ফাউন্ডেশন। তাই আজ মোহাদ্দিসে আজম হিন্দের ৬৪ তম ঊরস মোবারক উপলক্ষে খতিবে আজম ফাউন্ডেশনের পরিচালনায় দুবরাজপুরের ইসলামপুরে খতিবে আজম সমিতির উদ্যোগে দুই শতাধিক দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। রবিবার সকাল থেকেই মোহাদ্দিসে আজম হিন্দের নামে ফাতেহা, কোরান পাঠ ইত্যাদি অনুষ্ঠিত হয়। এদিন শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন ও মানিক মুখার্জি, প্রাক্তন কাউন্সিলার শীতল বাউরী, হাফিজ জিয়াউল হক সহ বিশিষ্টজনেরা। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, এটা খুব ভালো উদ্যোগ। আমি সবসময় এই সংস্থার পাশে থাকব। পাশাপাশি ইসলামপুর খতিবে আজম সমিতির সভাপতি আব্দুল হক ও সহ সভাপতি নূর হোসেন জানান, এই ফাউন্ডেশন সারা পৃথিবীজুড়ে সমাজসেবা মূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত। ভারতবর্ষের একাধিক জায়গায় বিনামূল্যে স্কুলে পড়ানো হয়। করোনা অতিমারির সময় অক্সিজেন সিলিণ্ডারের ব্যবস্থাও করেছে এই সংস্থা। এমনকী বহু জায়গায় দুঃস্থ মানুষদের জন্য এম্বুলেন্স ও দেওয়া হয়েছে।