খন্নি মেলা ও অনুকূল চন্দ্রের
১৩৬ তম জন্ম মহোৎসব অনুষ্ঠান উপলক্ষে লোকপুর থানায় মিটিং
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- লোকপুর থানার খন্নি গ্রামে প্রতি বছরের ন্যায় এবারেও আগামী ৯ ই মাঘ অনুষ্ঠিত হবে হজরত সৈয়দ শাহতাজ ওলীর উরষ মোবারক। সেই উপলক্ষে সপ্তাহব্যাপী বসে গ্রামীণ মেলা যা এলাকায় সম্প্রীতির মেলা হিসেবে চিহ্নিত। পাশাপাশি এদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহোৎসব পালিত হবে লোকপুর সৎসঙ্গ মন্দির সংলগ্ন স্থানে। এই উপলক্ষে শোভাযাত্রা, প্রার্থনা, বাণী পাঠ, ভক্তিগীতি, নৃত্যানুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানা যায়। উক্ত পৃথক পৃথক ভাবে হতে যাওয়া অনুষ্ঠান দুটি যাহাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সেই উপলক্ষে রবিবার লোকপুর থানার পক্ষ থেকে উভয় কমিটির সদস্য সহ থানা এলাকার শান্তি কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে মিলিত হন। অনুষ্ঠানের সময়সূচী, অনুষ্ঠানসূচী সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। প্রশাসনিক নির্দেশ মোতাবেক অনুষ্ঠান পালন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনায় উঠে আসে।সিভিক সহ পুলিশ মোতায়েন থাকবে তাস্বত্ত্বেও যদি কোথাও কোনো আইন শৃঙ্খলার বা ঝামেলার সৃষ্টি সেক্ষেত্রে সরাসরি থানার দ্বারস্থ হওয়ার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এদিনের শান্তি কমিটির সভায় উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইনস্পেক্টর পীযূষ কান্তি লায়েক, লোকপুর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মন্ডল, এএসআই প্রশান্ত রায়। খন্নি মেলা কমিটির পক্ষে ছিলেন আনার মোল্লা, গোলাপ মোল্লা এবং সৎসঙ্গ কমিটির পক্ষে ছিলেন সাধন দত্ত, বাবলু চৌধুরী। এছাড়াও ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আইনুস খান, লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রূপা গোপ,শান্তি কমিটির পক্ষে ছিলেন হাফিজ সামিউল খান, পিয়ার মোল্লা,সিদ্দিক খান, দেবদাস নন্দী, আনারুল খান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।