খয়রাশোল চক্রের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Spread the love

খয়রাশোল চক্রের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
আজকের শিশু আগামীর ভবিষ্যত। সেই কথাকে সামনে রেখে তথা শিশুদের শরীর গঠন,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে,মনমানসিকতা স্থির রাখতে,একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে,সর্বোপরি শিশুদের মাঠমুখী করতে বীরভূম জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ও খয়রাশোল চক্রের আয়োজনে এদিন বুধবার স্থানীয় থানার পাইগড়া খেলার মাঠে খয়রাশোল চক্রের প্রাথমিক,নিম্ন বুনিয়াদি,মাদ্রাসা,শিশুশিক্ষাকেন্দ্র মিলে মোট ৭০টি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে। উল্লেখ্য যে সমস্ত পড়ুয়া ইতিপূর্বে পঞ্চায়েত ভিত্তিক প্রতিযোগিতায় উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন,দৌড়, আলুদৌড়,যোগা,জিমনাস্টিক,সহ অন্যান্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সেইরূপ ১৫০ জন ছাত্রছাত্রীরা এদিনের প্রতিযোগিতায় স্থান পায়। আজকের প্রতিযেগিতায় ইভেন্ট অনুযায়ী ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। চক্রের খেলায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ১ম স্থান অধিকার করলো আগামীতে তারা সাব ডিভিশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র পাবে। এদিনের অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন খয়রাশোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিষ মাহাতো,জেলা শিক্ষা সেলের সহ সম্পাদক প্রদীপ মন্ডল,চক্র সম্পাদক বুধন সাহা,খয়রাশোল ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ প্রান্তিকা চ্যাটার্জী,সমাজসেবী কাঞ্চন দে,সৌগত মুখার্জী, সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *