খয়রাশোল পুলিশের তৎপরতায় চুরি যাওয়া মালসহ আসামী ধৃত চার দিনের মাথায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
গত ১৫ ই আগস্ট খয়রাশোল থানার ঈদিলপুর গ্রামে নবনির্মিত একটি বাড়ি থেকে চুরি হয়ে যায় সাবমারসিবল পাম্প ,দুই ক্যুইন্টাল লোহার রড সহ বিভিন্ন সরঞ্জাম। বাড়ির মালিক মহম্মদ মুসলেউদ্দিন কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন। সেখানে থাকাকালীন বাড়িতে চুরির খবর পাওয়া মাত্রই এসে দেখেন তালা ভাঙ্গা অবস্থায় উক্ত জিনিসপত্র খোয়া গেছে। সেই প্রেক্ষিতে স্থানীয় খয়রাসোল থানায় অভিযোগ দায়ের করেন ১৬ই আগস্ট। অভিযোগ পাওয়া মাত্রই খয়রাশোল থানার ও সি সেখ কাবুল আলি দ্রুত সোর্স গুলোকে কাজে লাগিয়ে মঙ্গলবার চুরি যাওয়া মাল সহ আসামিকে আটক করে থানায় নিয়ে আসে।ধৃত ব্যক্তি স্থানীয় থানার ঈদিলপুর গ্রামেরই আজিবুল শাহ। বুধবার খয়রাশোল থানা পুলিশের পক্ষ থেকে ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় বলে জানা যায়।পাশাপাশি চুরির ঘটনায় অভিযোগকারী তথা ঘর মালিককে এদিন থানায় ডেকে পাঠানো হয় এবং চুরি যাওয়া উদ্ধারকৃত সমস্ত মালপত্র তার হাতে নিয়ম অনুযায়ী তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। বাড়ির মালিক মহম্মদ মোসলে উদ্দিন থানার এরূপ দ্রুত পদক্ষেপে এবং চুরি যাওয়া মালপত্র সহ আসামীকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেন। সাথে সাথেই থানার ওসি, মেজো বাবু সহ অন্যান্য পুলিশ কর্মীদেরও সাধুবাদ জ্ঞাপন করেন।