খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের “সংহতি যাত্রা”
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অন্যান্য ব্লকের ন্যায় খয়রাশোল ব্লক তৃণমূল-কংগ্রেসের পক্ষ থেকেও সোমবার সর্ব ধর্ম সমন্বয়ে “সংহতি যাত্রা” ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এদিন খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে স্থানীয় বাজার,বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং বাসষ্ট্যান্ড মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।আজ ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। সেটা ধর্মীয় ব্যাপার করতেই পারে কিন্তু সেটাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে তৃনমূল নেতৃত্বের দাবি। যার প্রেক্ষিতে রাজ্য ব্যাপী তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক স্তরে সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রা সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই হিসেবে খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকেও উক্ত কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের নবনির্বাচিত পাঁচজন কমিটির মধ্যে চারজন সদস্য। অনুপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস কোর কমিটির সদস্য তথা প্রাক্তন দলীয় ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী।এনিয়ে দলের অন্দরে শুরু হয়েছে ফের জল্পনা।এদিন সংহতি যাত্রা র অগ্রভাগে ছিলেন তৃনমূল ব্লক নেতৃত্ব কাঞ্চন দে, মৃণালকান্তি ঘোষ, উজ্জ্বল হক কাদেরী ও শ্যামল গায়েন। এছাড়াও ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর সহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু ব্যাক্তিবর্গ।আজকের সংহতি যাত্রা সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন ব্লক তৃনমূল কোর কমিটির সদস্য তথা খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন।