খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস বুথ কর্মীদের প্রীতি সম্মেলন

Spread the love

খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস বুথ কর্মীদের প্রীতি সম্মেলন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গত ৪ঠা জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়।সেখানে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি জে পি প্রার্থীর থেকে প্রায় সাড়ে চার হাজারেও বেশী ভোটে খয়রাশোল ব্লক এলাকা থেকে লিড পায়।সেই পরিপ্রেক্ষিতে তথা লোকসভা ভোটের জয়কে সামনে রেখে শুক্রবার খয়রাশোল গোষ্ঠ ডাঙ্গা মাঠে খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের তরফে ব্লক এলাকার জনগনের উদ্যেশ্যে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও দলীয় কর্মীদের নিয়ে বুথ কর্মী প্রীতি সম্মলেনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের বুথস্তর ও অঞ্চলস্তরের দায়িত্বে থাকা দলীয় কর্মীদের শংসাপত্র প্রদান করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে। এটা যেমন তৃনমূলের নতুন ভাবনা সেইরূপ ভোটের আগে পাঁচিলে থাকা বা বিভিন্নভাবে ভোট কাটা দলীয় কর্মীদেরও বহিষ্কারের চিন্তাভাবনা করা হচ্ছে বলে সতর্কবানী শোনালেন সাংসদ শতাব্দী রায়।বিশেষ করে কয়েকজন দলীয় পদাধিকারী সহ দলীয় প্রতিকে নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্যেশ্যে এই তীর নিক্ষেপ করলেন বলে দলের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা।এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার ড. আশীষ বন্দোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়,জেলা তৃনমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ,খয়রাশোল ব্লক তৃনমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল গায়েন ও মৃনালকান্তি ঘোষ,এবং দুই সদস্য উজ্জল হক কাদেরী ও কাঞ্চন দে, জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর,খয়রাসোল ব্লক মহিলা তৃনমূল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী,কেনিজ রাসেদ,রুনু সিংহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *