খাঁড়ো হাই মাদ্রাসা প্রাঙ্গণে ফুটবল টুর্নামেন্ট

Spread the love

সেখ সামসুদ্দিন, ২৯ জানুয়ারিঃ দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি উৎসব ২০২৩ ও ২৬ তম রক্তদান শিবির করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় প্রায় ১০০ জন রক্তদান করেন। খাঁড়ো হাই মাদ্রাসার স্কুল প্রাঙ্গনে এই রক্তদান শিবির করা হয়। এদিন সম্প্রীতি উৎসব উপলক্ষে খাঁড়ো ফুটবল মাঠে একটি সম্প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা করা হয়। খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে মেমারি থানা একাদশ বনাম মেমারি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা একাদশ। পাঁচ উইকেট হারিয়ে ৩০ রানে পরাজিত হয় মেমারি থানা একাদশ। এই খেলা উপলক্ষে মাঠে ছিল বিশেষ উন্মাদনা।বেস্ট ব্যাটসম্যান মেমরি থানার সন্দীপ ঘোষ, বেস্ট বোলার মেমারি মাদ্রাসার ওসমান আলী, বেস্ট ফিল্ডার ওসমান আলী। এদিন সম্প্রীতি উৎসব উপলক্ষে একটি বৃক্ষরোপণ করা হয়। এদিন সম্প্রতি উৎসবের সূচনায় উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, সমাজসেবী অচিন্ত্য চ্যাটার্জী, মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত চ্যাটার্জী, মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় হাবিবুর রহমান মণ্ডল, কাউন্সিলর মানসুরা বেগম, শেখ ইউসুফ, ডঃ চিরঞ্জীব বিষয় ঘোষ, বাপি ব্যানার্জী, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, মেমারি ১ ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি জামিয়া ইসলামিয়ার অধ্যক্ষ কারী শামসুদ্দিন আহমেদ, জামিয়ার সভাপতি কাজী মহঃ ইয়াসিন, খাঁড়ো যুবক সংঘের সভাপতি ডাঃ বিপ্লব চ্যাটার্জী, ডাঃষ মিলি চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মঞ্চ থেকে এলাকার বিশেষ কৃতিত্বের অধিকারী কয়েকজনকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন এই সম্প্রীতি উৎসব উপলক্ষে অংকন প্রতিযোগিতাও করা হয়। অংকন প্রতিযোগিতায় ক বিভাগে ৩৭ জনের মধ্যে প্রথম আরমিন সুলতানা, দ্বিতীয় অনুরাগ ভট্টাচার্য্য, তৃতীয় মান্নাত মন্ডল, খ বিভাগে প্রথম জয়িতা লাহা, দ্বিতীয় ইভানা, তৃতীয় সীমান্ত মজুমদার, যেমন খুশি আঁকো বিভাগে ৪৩ জনের মধ্যে সহেলি খাঁড়া প্রথম, দ্বিতীয় সৌম্যদীপ বাগ, তৃতীয় অ্যালিভিয়া চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *