সাধন মন্ডল,
পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর ও খাতড়া ব্লক প্রশাসনের উদ্যোগে খাতড়া গুরুসদয় মঞ্চে রাখিবন্ধন ও সংস্কৃতি উৎসব উদযাপিত হল। প্রশাসনের আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন এখানে একে অপরের হাতে রাখি বেঁধে, সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। মহকুমা শাসক নেহা বন্দোপাধ্যায় খাতড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সুশীল মাহালিব হাতে রাখি বেঁধে ভাতৃত্বের বন্ধন দৃঢ় করলেন । এদিন গুরুসদয় মঞ্চে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞদের উদ্যোগে খাতড়া মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় এর সহযোগিতায় বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো সেখানে মহকুমা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন রোগী তাদের চক্ষু পরীক্ষা করান। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা এবং তাদের পরিবার পরিজন।
