খাতড়া মহকুমায় ডেঙ্গু সচেতনতা ও জঞ্জাল সাফাই অভিযানে বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন।

Spread the love

খাতড়া মহকুমায় ডেঙ্গু সচেতনতা ও জঞ্জাল সাফাই অভিযানে বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন।


সাধন মন্ডল, বাঁকুড়া:— ডেঙ্গু সচেতনতা ও জঞ্জাল সাফাই অভিযানে অংশ নিলেন বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন ,আজ রবিবার খাতড়া মহকুমার খাতড়া মহকুমা শহরে সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। তৎসহ ইন্দপুর বাজার ও বাঁকুড়ার রানী পর্যটন কেন্দ্র মুকুটমনিপুরে। আজ সকালে একটি সচেতনতার পদযাত্রায় অংশগ্রহণ করেন বাঁকুড়া জেলা শাসক , সিয়াদ এন,খাতড়া মহকুমা শাসক নেহা বন্দোপাধ্যায় খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি। খাতড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক বিশ্বাস ,খাতড়া থানার আইসি সমিত ভট্টাচার্য সহ মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিক বৃন্দ, স্বাস্থ্য কর্মীবৃন্দ আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ভিসিটি ,ভিআরপি,দলের সদস্য সদস্যাবৃন্দ সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সচেতনতার পদযাত্রায় মশাসুর নিধনে জনসাধারণের ভূমিকা নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে ডেঙ্গু সচেতনতা ও এলাকার জঞ্জাল সাফাই নিয়ে আলাপ আলোচনা করেন জেলাশাসক সহ উচ্চপ্রদস্থ আধিকারিক বৃন্দ। এখানে উল্লেখ্য এই সচেতনতার প্রচার সারা জেলা জুড়ে ই চলছে। সমস্ত ব্লকে ব্লক প্রশাসনের উদ্যোগে মিছিল ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়। আগামীকাল সোমবারও এই ধরনের অনুষ্ঠান সারা জেলা জুড়ে অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসনিক সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *