খাতড়ায় পুজো নিয়ে পুলিশ প্রশাসনের বৈঠক

Spread the love

সাধন মন্ডল,

খাতড়া মহকুমা প্রশাসন ও মহকুমাপুলিশ প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা কমিটি গুলিকে নিয়ে সমন্বয় বৈঠক হল রবিবার খাতড়া গুরুসদয় মঞ্চে। মহকুমার বিভিন্ন ব্লক এলাকার পুজো কমিটির সদস্যরা এতে যোগ দেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রি, খাতড়া মহকুমা দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন বন্দ্যোপাধ্যা, এছাড়াও   বিদ্যৎ, তথ্য সংস্কৃতি দফতর ও অন্য দফতরের কর্মীরা  । পুজোর দিন গুলিতে মহকুমা প্রশাসন সহ স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসনের সঙ্গে কমিটি গুলির সুবিধা – অসুবিধার বিষয় গুলি নিয়ে  ফোনে বা হোয়াটস অ্যাপ এর মাধ্যমে  যোগাযোগ রাখতে বলা হয় কমিটি গুলিকে।  সরকারি বিধি মেনে কমিটি গুলিকে পূজোর পারমিশন করানো এবং  প্রতিটি পুজো মন্ডপে,  প্যান্ডেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা , যতটা সম্ভব কোভিড বিধি মেনে চলা, প্লাস্টিক থার্মকোলের ব্যবহার নিষিদ্ধ করা এবং বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা রাখার কথা বলা হয়। পুজো শেষে নভেম্বর – ডিসেম্বরের মধ্যে পুজোর হিসাব স্থানীয় ব্লক প্রশাসনের কাছে  জমা করতে বলেন এসডিও। তিনি জানান মহকুমায় এবার সরকারি আনুদান পাচ্ছে  ২০২ টি পুজো । ডিসেম্বরের মধ্যে কমিটি গুলিকে প্রশাসনের কাছে পুজোর হিসাব দিতে বলা হয়েছে।  আজকের বৈঠক ফলপ্রসু হয়েছে বলে পুজো কমিটির উদ্যোক্তারা জানালেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *