খিদিরপুরে সামাজিক উদ্যোগ

Spread the love

২১শে জানুয়ারি ২০২৪ খিদিরপুর হরিসভা স্টিড সংযোগস্তলে খিদিপুর উৎসব কমিটির উদ্যোগে ১৫তম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়।খিদিরপুরে উৎসব কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা,গরিবদের শীতকালীন বস্ত্র ও কম্বল বিতরণ,প্রতিবন্ধী ভাইবোনদের জন্য হুইলচেয়ার,ছোট ছোট শিশুদের জন্য ড্রয়িং কম্পিটিশন,বহুরূপী প্রতিযোগিতা ব্যবস্থা করা হয়। আজকের এই রক্তদান শিবিরে বহু দূর দুরান্ত থেকে আসা ২৫০ জন রক্তদাতা,রক্তদান করেন। আজকে মূলত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিদিরপুর উৎসব কমিটির জেনারেল সেক্রেটারি রাজেশ কুমার সাউ ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ৭৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীমা রিহান খান,তৃণমূল নেতা সঞ্জয় বক্সী ও স্মিতা বক্সী এবং সঞ্জয় বক্সী,বাবুন ব্যানার্জি,রাজ্যসভার সদস্য সুভাশিষ চক্রবর্তী, এম.আই.সি.দেবাশীষ কুমার,আলিপুর চিড়িয়াখানা ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত, প্রিয়দর্শিনী হাকিম আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। খিদিপুর থেকে শুভ ঘোষের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *