প্রতিমা হালদার,
কেউ নেই, সবাই হারিয়ে গেছে,
ঘন অন্ধকারে,
শুধু আমি বেঁচে আছি তাদের ফিরে অপেক্ষায়।
কাজের ফাকে সেই হারিয়ে যাওয়া মানুষ গুলোকে খুঁজে বেড়াই।
হাত বাড়াই চারদিকে, অনেক আশা নিয়ে,
যদি আঙুলটাও ঠেকে যায় তাদের কারও আঙুলে,
যদি একটুকুও স্পর্শ পায় আপনজনের….