খুনের মামলায় ডিভিশন বেঞ্চে জামিন পেলেন নওশাদ সিদ্দিকী  

Spread the love

 খুনের মামলায় ডিভিশন বেঞ্চে জামিন পেলেন নওশাদ সিদ্দিকী  

মোল্লা জসিমউদ্দিন, 

শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড়সড় আইনী স্বস্তি পেলেন নওশাদ সিদ্দিকী। এক তৃণমূল কর্মী খুনের মামলায় আগাম জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তৃণমূল কর্মী রাজু নস্করের খুনের মামলায় আগাম জামিন পেলেন তিনি। এদিন  নওশাদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গত ২০২৩ সালের ১৬ জুন খুন হন ভাঙড়ের রাজু নস্কর। কাশীপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়।৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাতেই নাম রয়েছে ভাঙড়ের বিধায়কেরও।এই খুনের ঘটনার তদন্ত করছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি।  ভাঙরে ভোটে অশান্তির ঘটনায় নওশাদকে ভবানিভবনে তলব করেছিল সিআইডি। সম্প্রতি  গ্রেফতার হয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। এখনও তিনি জামিন পাননি। গ্রেফতারি এড়াতে নওশাদও কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান।সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। এরফলে আপাতত নওশাদকে গ্রেফতার করে পারবে না পুলিশ। নওশাদের দাবি, -‘তিনি তদন্তে সবরকম সহযোগিতা করছেন’। সবপক্ষের বক্তব্য শুনে আদালত নওশাদের জামিনের আবেদন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ। ওই তৃণমূল কর্মী খুনের ঘটনায় নাম জড়ায় নওশাদ সিদ্দিকের। আইএসএফ বিধায়ক-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ভাঙড়-২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর। সেই অভিযোগের ভিত্তিতে নওশাদদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করা হয়। মামলার সূত্রে ভবানী ভবনে তলব করে তাঁকে জিজ্ঞাসাবাদও করেছিল সিআইডি। এদিন  এই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জামিন পেলেন নওশাদ সিদ্দিকী। লোকসভা নির্বাচন আবহে এই জামিন নওশাদ সিদ্দিকী কে বড়সড় আইনী স্বস্তি দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *