খুন ও ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ

Spread the love

খুন ও ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ

সেখ সামসুদ্দিন, ১৭ আগস্টঃ আর জি কর হাসপাতালের নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং সিপিএম ও বিজেপির সারা রাজ্য জুড়ে অরাজকতার সৃষ্টির প্রতিবাদে সারা রাজ্যের সাথে জামালপুর ব্লকেও হয় প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ । জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পার্টি অফিসের সামনে চলছে প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ। এই প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, প্রধান, উপ প্রধান, অঞ্চল সভাপতিরা। আজ আর আগামীকাল চলবে এই অবস্থান বিক্ষোভ। ব্লক সভাপতি মেহেমুদ খান জানান দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোরতম শাস্তি ফাঁসির কথা বলেছেন। সি বি আই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে। তারপরেও রাজ্যের জন বিচ্ছিন্ন দুটি দল এই ঘটনাকে নিয়ে রাজ্য জুড়ে রাজনীতি করতে নেমেছে। তারা একটা অরাজকতার সৃষ্টি করতে চাইছে। তিনি বলেন তাঁরাও দোষীদের দ্রুত শাস্তি চাইছেন। যারা এই কাজের সাথে যুক্ত তাদের যেনো ফাঁসি হয়। কিন্তু তিনি দেশে ঘটে যাওয়া সব নারী নির্যাতনের ক্ষেত্রেও কি এই সিপিএম ও বিজেপি একই ভূমিকা পালন করে? মনিপুরে ঘটে যাওয়া ঘটনায় কজন বাইরে বেরিয়েছিলেন? বিধায়ক অলোক কুমার মাঝি বলেন বিজেপি ও সিপিএম ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। কিন্তু সে আশাতেও জল। বাংলার মানুষ জানেন বাংলার মানুষই শেষ কথা বলবেন। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। সেই জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন দোষীদের ফাঁসি দেওয়া হোক। মুখ খুলেছেন অভিষেক বন্দোপাধ্যায়ও। এরপরেও বিজেপি ও সিপিএম এই ঘটনাকে নিয়ে মিথ্যা রাজনীতি করছে।সঠিক সময়ে মানুষ এর জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *