খেজুরীর বীরবন্দরের কন্ঠিবাড়িতে বাগ পরিবারের শীতলা পূজা আড়ম্বরে।
রাজেন বিশ্বাস,
খেজুরী -১ ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের অধীন কন্ঠিবাড়ী গ্রামের বাগ পরিবারের ৭৫ বছরের শীতলা পূজা সহ অন্নভোগ খাওয়ানো হলো গ্রামবাসীদের আন্তরিকতার সহিত। এছাড়া সমগ্র বাগ পরিবারের মানুষদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজে চেতনার মানকে সবার সামনে তুলে ধরলেন। প্রয়াত বিপীন বিহারী বাগ যিনি কোলকাতার শোভাবাজারে আহিরীটোলায় হেডপন্ডিত ছিলেন। তাঁরই তত্ত্বাবধানে উক্ত পূজার সূচনা হয়েছিল। বর্তমান প্রজন্ম যেমন দেবাশীষ বাগ, মলয় বাগ, সৌমেন্দু বাগ, অয়ন বাগ, কৃষ্ণেন্দু বাগ, চন্দন বাগ, সৌরভ বাগ, প্রলয় বাগ প্রমুখদের নেতৃত্বে প্রতি বছর উক্ত পূজা অনুষ্ঠিত হয়ে আসছে ও এলাকার মানুষ উক্ত অনুষ্ঠানে সামিল হতে পেরে আনন্দে আপ্লুত।।