খেলাধুলায় উৎসাহ প্রদানের লক্ষ্যে উপস্থিত সাংসদ শতাব্দী রায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- কালের প্রবাহে খেলাধুলা একপ্রকার হারিয়ে যেতে বসেছে।সেখানে জায়গা দখল করে নিয়েছে মোবাইল। বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত।খেলার মাধ্যমে তাদের উদ্যেশ্যে বার্তা যে, মোবাইলের প্রতি আশক্তি কমিয়ে,খেলার জন্য মাঠে আসা এবং শরীরচর্চা ।খেলায় শরীর গঠন হয়,শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে,মন মানসিকতা স্থির থাকে,একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।উল্লেখ্য গত ১৭ ই ফেব্রুয়ারি ১৬ টি ক্রিকেট দলকে নিয়ে পাইগড়া এইচ এম যুবগোষ্ঠীর ব্যবস্থাপনায় তিন দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। চুড়ান্ত পর্যায়ের খেলায় পাইগড়া কে কে আর ক্রিকেট দল ও নবগ্রাম নিবেদিতা ক্রিকেট দল মুখোমুখি হয় এবং নবগ্রাম নিবেদিতা ক্রিকেট দল বিজয়ীর শিরোপা অর্জন করে ।বিজয়ী দলের হাতে কুড়ি হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে পনের হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।এছাড়াও ম্যান অফ দি সিরিজ,ম্যান অফ দি ম্যাচ,বেষ্ট প্লেয়ার, বেষ্ট কিপার সহ অন্যান্যদেরকে ও পুরস্কৃত করা হয়।এদিন খেলার আসরে
উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, সমাজসেবী সুদীপ্ত ঘোষ,খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস,লোকপুর থানার ও সি পার্থ ঘোষ,অধ্যাপক দেবব্রত সাহা,দুবরাজপুর পুরসভার পুরপিতা পীযূষ পান্ডে,সমাজসেবী শ্যামল গায়েন,সৌগত মুখার্জী,কিশোর মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।