‘খেলার ছলে বিজ্ঞান’ হলো বিধান শিশু উদ্যানে

Spread the love

বিধান শিশু উদ্যানে ‘খেলার ছলে বিজ্ঞান’

মোল্লা জসিমউদ্দিন
গ্রীষ্মের ছুটিতে বিদ্যালয় বন্ধ প্রায় দেড়মাস মত। ঠিক এইরকম পরিস্থিতিতে ‘গৃহবন্দী’ পড়ুয়াদের নিয়ে নান্দনিক পরিবেশে দুদিনের কর্মশালার আয়োজন করলো ‘বিধান শিশু উদ্যান’ কর্তৃপক্ষ।গত সোমবার এবং মঙ্গলবার এই দুদিন বেলা  সাড়ে এগারো টা থেকে সাড়ে চারটে পর্যন্ত শতাধিক পড়ুয়াদের নিয়ে ‘খেলার ছলে বিজ্ঞান’ কর্মশালাটি চললো। দুপুরে মধ্যাহ্নভোজনের আয়োজন করে থাকে কর্তৃপক্ষ। ক্লাস সেভেন এবং এইটের পড়ুয়ারা এতে অংশগ্রহণ করে থাকে। কলকাতার রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারা এতে সামিল হয়।’বিধান শিশু উদ্যান’ এবং ‘সায়েন্স কমিউনিকেটর্স ফোরাম’   এর যৌথ উদ্যোগে অবসরপ্রাপ্ত বিজ্ঞানীরা ও বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞ শিক্ষকরা হাতে-কলমে নানান বিজ্ঞান ভিক্তিক কাজকর্ম তুলে ধরেন আগত পড়ুয়াদের কাছে।’বিধান শিশু উদ্যানে’র সম্পাদক গৌতম তালুকদার বলেন – ” এই ধরনের উদ্যোগ আমাদের প্রথম, পড়ুয়ারা আনন্দিত সবকিছু হাতেকলমে শিখতে পেরে। অভিভাবকরা অনুরোধ রেখেছেন পুনরায় এই কর্মশালার আয়োজন করতে”। জানা গেছে,  আধুনিক বাংলার ‘রুপকার’ মুখ্যমন্ত্রী  ডক্টর বিধান চন্দ্র রায়ের খুব কাছের মানুষ ছিলেন শিশুপ্রেমী অতুল্য ঘোষ (একদা সর্বভারতীয় কংগ্রেস নেতা)  শৈশব কে  শিক্ষা – ব্যায়াম – অঙ্কন – ক্রীড়া প্রভৃতি ক্ষেত্রে যথাযথ বিকশিত করতে বিশাল এলাকা জুড়ে ‘বিধান শিশু উদ্যান’ স্থাপন করে থাকেন তিনি। নাগরিক কোলাহলের মাঝে কলকাতার হাডকো মোড় সংলগ্ন এলাকায় ‘বিধান শিশু উদ্যান’ তার চিরাচরিত ঐতিহ্য বজায় রেখে চলেছে এই সংস্থার  সুদক্ষ সম্পাদক গৌতম তালুকদার মহাশয়ের হাত ধরে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *