খেলা হবে দিবসের প্রদর্শনী ম্যাচ ব্লক প্রশাসনের

Spread the love

খেলা হবে দিবসের প্রদর্শনী ম্যাচ ব্লক প্রশাসনের

সেখ সামসুদ্দিন, ১৬ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের সহযোগিতায় দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের চোটখন্ড ফুটবল মাঠে খেলা হবে দিবসের প্রদর্শনী ম্যাচ করা হয়। পঞ্চায়েত সমিতি একাদশ বনাম বিডিও একাদশ দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় ২-১ গোলে বিডিও একাদশ জয়ী হয়। অনভ্যস্ত থাকলেও খেলার মাঠে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে ব্লক প্রশাসনের কর্মীবৃন্দ সকলেই মাঠে নামেন। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জিলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, খাদ্য কর্মাধ্যক্ষ গীতা দাস, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তসমিনা খাতুন, পূর্ত কর্মাধ্যক্ষ পার্থ দাস, কৃষি কর্মাধ্যক্ষ সমীরণ মজুমদার, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহঃ মহসিন, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মহঃ সাজাহান, শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, ব্লক প্রশাসনের যুব কল্যাণ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ। মাঠে খেলতে নামেন জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, ব্লক প্রশাসনের কর্মীবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদর্শনী ম্যাচের বিজিত ও বিজয়ী দলের হাতে একটি করে ট্রফি তুলে দেওয়া হয় এবং এই মঞ্চ থেকে ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রবীণ খেলোয়ারদের সম্বর্ধনা দেয়া হয়। একই সঙ্গে দলুই বাজার ২ এলাকার কন্যা, শর্ট পাটে প্রতিভাবান স্মৃতি মন্ডলকেও সম্বর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *