খো-খো খেলার কর্মশালাসিউড়ীতে

Spread the love

খো-খো খেলার কর্মশালা
সিউড়ীতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বর্তমানে শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ। তাই পঠনপাঠনের পাশাপাশি বিদ্যালয়ে সহপাঠ্যক্রমিক বিষয়গুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সহপাঠ্যক্রমিক বিষয়গুলির মধ্যে শরীরচর্চা অন্যতম। দৈহিক বিকাশ ছাড়া মানসিক বিকাশ সম্ভব নয়। তাই বিদ্যালয়গুলিতে নতুন নতুন খেলাধূলার আয়োজন অনুষ্ঠিত হয়। সেরূপ বীরভূম জেলা খো খো এ্যাসোসিয়েশনের পক্ষে থেকে শুক্রবার সিউড়ি বেণীমাধব ইন্সটিটিউট প্রাঙ্গণে এক দিবসীয় খো খো খেলার আয়োজন করা হয়। ক্রিকেট, ফুটবল, কাবাডির
পাশাপাশি খো খো খেলায় গুরুত্ব আরোপের জন্য আজকের এই বিশেষ কর্মশালা বলে জানা যায়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য খো খো এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক বিজয় দাস,সম্পাদক কল্যাণ চ্যাটার্জী, রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সংস্থার সেক্রেটারি মহঃ বদরুদরোজ্জা প্রমুখ। বীরভূম জেলাকে খো খো খেলায় এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প নিয়ে শিবিরে হাজির ছিলেন জেলার কৃতী ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ।এই শিবিরে খো খো প্রশিক্ষণের পাশাপাশি ডেমো প্রদর্শন করা হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *