গঙ্গাজল নিয়ে আসার বড় উৎসব
সেখ সামসুদ্দিন, ২০ অক্টোবরঃ কালীপুজোর আগে মেমারি শহরে গঙ্গাজল নিয়ে আসার বড় উৎসব হয়। মেমারি শহরে কালীপুজো উপলক্ষে সকল পাড়ার মানুষেরা আগের দিন রাতে ত্রিবেণী চলে যায় গঙ্গা জল আনতে। ত্রিবেণী ঘাট থেকে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে মেমারি শহরে ঢোকার আগে নদীপুর মোড়ের কাছে শ্মশানে তারা এসে বিশ্রাম নেয়। সেখান থেকে সমস্ত পাড়ার পুজো কমিটির সদস্যরা এমনকি বাড়ির মহিলারাও মাইক বাজনা সহযোগে নাচতে নাচতে সেই গঙ্গাজল বাহকদের রিসিভ করে নিয়ে আসে নিজ নিজ পাড়ায়। ওই জল নিয়ে এসে রাতে প্রতিমার পায়ের জল ঢেলে পুজো হয়। হাটপুকুরের শ্মশান এলাকায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও ব্যাপকভাবে করা হয়। কালী পুজোর আগেই মেমারি শহরে প্রতিবছর এক উন্মাদনা দেখতে পাওয়া যায়।