সেখ সামসুদ্দিন,
মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে প্রতিটি অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ গন্তার ১ অঞ্চলের একটি অনুষ্ঠান হলে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় অঞ্চল নেতৃত্বের ব্যবস্থাপনায় প্রথম রক্তদান শিবিরের সূচনা হল। বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতি রশ্মি ব্লাড বাঙ্ক রক্ত সংগ্রহ করে। মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি সন্দীপ পরামানিক জানান আজ ৫০ ইউনিট রক্ত দেওয়া হবে এবং ধারাবাহিক প্রতিটি অঞ্চলে রক্তদান শিবির চলবে। উপস্থিত ছিলেন জেলা, ব্লক, শহর ও অঞ্চল নেতৃত্ব এবং গন্তার ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সদস্যবৃন্দ।