গরম ভাতের গন্ধ

Spread the love

গরম ভাতের গন্ধ

চৈতী চ‍্যাটার্জী (কলকাতা)

কি সুখের খোঁজে এই হানাহানি
কিসের লোভে যুদ্ধ যুদ্ধ খেলা,
অস্তিত্ব সঙ্কটে আজ মানবজাতির
অহেতুক তরুণ লাশের মেলা।

ক্ষমতার বলে চলে লুঠপাট
দাবিয়ে রাখা মধ‍্যবিত্তের রক্ত,
দুনিয়া জুড়ে তালিবানি রাজ
নরমের যম শক্তের ভক্ত।

চাইছি ছুঁতে হাতের মুঠোয়
দিচ্ছে সময় অজানাতে পাড়ি,
মুহূর্তরাই সবচেয়ে বেশি দামি
সময় এক অদ্ভুত বালিঘড়ি।

ঘুরছে সময় স্রোতের মতোই
যেমন বইছে নদী,
সর্বহারার গল্প গুলোও এমনি করেই
বদলে যেতো যদি।

গরীবের ঘরে শূণ্য পাত্র
প্রতিদিন বাতাস কাঁপে হাহাকারে,
দিন কেটে যায় বুভুক্ষু মানুষের
মৃত্যু মিছিল অনাহারে।

অনাথ শিশু পথের ধুলোয়
ভগবান সত্যি বোধহয় অন্ধ,
পৃথিবীতে আজ সবচেয়ে দামি
এক থালা গরম ভাতের গন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *