গরীবখানা
শ্রী সমরেন্দু চক্রবর্ত্তী
গরীবদের জন্ম হয় — ধনীক তৈরির জন্য,
সেবা যখন বিলাসিতা- শোষিত তখন ধন্য!
সাবাস সাহেব– সাবাস বিবি– গোলাম যত
জাগছে রাত- খালি পেটে- সংখ্যা শতসহস্র!
ঢ্যাংকুড়াকুর ঢ্যাং-কুড়কুড় মায়ের আগমনী,
লাফায় দেখ চিংড়ি মত মায়ের ছানা-ছানি!
উড়ছে টাকা উড়বে টাকা পুড়বে টাকা কত,
ছুঁড়বে জামা- পরাবে কেউ– যতেক সম্ভ্রান্ত!
সব পেয়েছির আসরে,কিংবা জনসেবার ঘরে-
জন্মদিনের কেকের ভারে, মনুষ্যত্ব নুয়ে পড়ে!
চড়েনা হাঁড়ি ওদের বাড়ি– পায়না খেতে রোজ,
শোষণ ফাঁসে, মরণ-ত্রাসে ওদের তোরা খোঁজ!
খুব যতনে সেথায় লেখায়-পড়ায় মানুষ বানায়
কেউ, খাওয়াবে কত বিশ্বজোড়া গরীব খানায়?