গীতা ভবনে পার্থসারথি মেলা উপলক্ষে পাঁচ দিন ব্যাপী নানান অনুষ্ঠান ও নরনারায়ন সেবা
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূমের খয়রাশোল ব্লকের পাঁচরা গীতাভবনে শুরু হয়েছে পার্থ সারথি মেলা।গীতাভবন হচ্ছে শ্রীমদ্ভগবত গীতার প্রচারকেন্দ্র। যাহা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রথমেই শুরু হয় পার্থসারথি মেলা। তখন থেকেই প্রতি বছর ২৬ শে মাঘ অনুষ্ঠিত হয় মেলা,চলে পাঁচ দিন ব্যাপী গীতা জয়ন্তী উৎসব। উদ্দেশ্য গীতার অমৃতবাণী প্রচার এবং মহানাম প্রচার। মানুষ আজ বিভিন্ন যন্ত্রণার শিকার। একটি অশান্তির বাতাবরণ চারিদিকে। এই মুহূর্তে শ্রীমৎ ভাগবত গীতা বাণী প্রচারের প্রয়োজন আছে। এখানে প্রতি দিন শ্রীমদ্ভগবত গীতার উপরে আলোচনা এবং গীতার বাণী প্রচার হচ্ছে। সেই সাথে চলছে নরনারায়ণ সেবা। শেষ দিন হবে গীতা মহাযজ্ঞ। সেখানে ১৮ জন পন্ডিত বসবেন। শ্রীমদ ভগবত গীতা কে নিয়ে যজ্ঞ হবে। সেখানে বার্তা দেওয়া হবে গীতাকে আশ্রয় করতেই হবে। সকলের মধ্যে আনন্দের জন্য গীতা জয়ন্তী উৎসব। এবছর ৩৭ তম বর্ষে পদার্পণ করলো।পার্থ সারথি মঞ্চে প্রতিদিন গীতা উপর আলোচনা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজিত হয়।শনিবার ১৮০০ জন একত্রে বসে একসাথে গীতা পাঠ করেন। এটা একটা বার্তা, শান্তি যদি পেতেই হয় তাহলে আমাদের গীতাকে আশ্রয় করতেই হয়। গীতা কোন সাম্প্রদায়িক গ্রন্থ নয়। গীতা সকলের জন্য পরিবেশিত হয়েছে। স্বরূপের কথা আছে শান্তি পেতে হলে গীতাকে আশ্রয় করতেই হবে। এই উদ্দেশ্যে গীতা মহাযজ্ঞ, বিশ্ব শান্তি মৈত্রীযজ্ঞ, পার্থসারথি মেলা, গীতা জয়ন্তী উৎসব। কথা গুলি উল্লেখ করেন গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ। রবিবার বীরভূম সাহিত্য পরিষদ সদস্যদের দ্বারা পরিচালিত হয় গীতার উপর আলোচনা সভা। এরপর নৃত্য শিক্ষক প্রসেনজিৎ সেন তার নৃত্যগীতি বাহিনী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে নাচের অনুষ্ঠান পরিবেশিত করেন।