গুজরাটে হোটেল ম্যানেজমেন্ট পড়ুয়া মৃত ছাত্রীর পরিবারের সাথে সাক্ষাৎ,সাংসদ সামিরুল ইসলাম
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের মল্লিকগুনা গ্রামের পিয়া দাস গুজরাটে হোটেল ম্যানেজমেন্ট পড়তে যায়।এবছরেই ছিল তার হোটেল ম্যানেজমেন্ট কোর্সের শেষ পড়াশোনা।তার আগেই পরিবারের আশা আকাঙ্ক্ষা অধরা রেখেই চিরতরে নিভে যায় তার জীবন বাতি। গত সেপ্টেম্বর মাসের ১২ তারিখে পরিবারের কাছে আসে এক দুঃসংবাদ । হোটেল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ পরিবারকে জানাই পিয়া দাসের অস্বাভাবিক মৃত্যুর কথা।মৃত্যু সংবাদ শুনে পুরো পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েন।জেলা প্রশাসন সেই মুহুর্তে পরিবারের পাশে দাড়ান।সেখান থেকে রাজ্য প্রশাসন হয়ে গুজরাটে যোগাযোগ করিয়ে দেওয়া হয় মৃতদেহ আনার জন্য। সেই সাথে আইনি ও আর্থিক সহযোগিতা করা হয় । পরবর্তীতে গুজরাট সরকার তথা পুলিশ প্রশাসনের দেওয়া পিয়া দাসের অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট হাতে পেতেই ধন্দে পড়ে।পরিবারের বক্তব্য সেই রিপোর্ট ও গুজরাট সরকারের বক্তব্যের সাথে সহমত হওয়া যাচ্ছে না। স্বভাবতই একমত না হতে পারার কারণে গুজরাট সরকারের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করেন। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বুধবার রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি সংসদ সামিরুল ইসলাম, অধ্যাপক দেবব্রত সাহা সহ এক প্রতিনিধি দল সিউড়ি – ১ নম্বর ব্লকের মল্লিকগুনা গ্রামে গিয়ে মৃত পিয়া দাসের বাবা, মা,বোন ও দাদার সাথে সাক্ষাৎ করেন। পারিবারিকভাবে বেশ কিছু কথা আলোচনা করেন। সেই সাথে আইনি ও আর্থিক সহযোগিতা দেওয়ার কথা তথা পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বলে জানা যায়।