‘গুন্ডা’ মন্তব্যে অভিষেক কে ভোপাল আদালতের সমন
মোল্লা জসিমউদ্দিন টিপু,
ইভিএম মেশিনে ভোটের উত্তাপের মধ্যেই ভিন রাজ্যের আদালতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হলো সমন।আগামী ১ মে ভোপালের নিম্ন আদালতে এসিজেম এজলাসে হাজির হতে হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। দায়ের করা মানহানী মামলা টি করেছেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীর ছেলে আকাশ বিজয়বর্গী মহাশয়। যিনি নিজে ভোপালের ইন্দোর এলাকার বিজেপি বিধায়ক। এই মামলাটি গতবছর ডিসেম্বর মাসে দায়ের করা হয়েছিল।ইতিমধ্যেই এই মামলার মামলাকারী এবং সাক্ষীর বয়ান নথিভুক্ত হয়েছে ওই আদালতে। তাই অভিযুক্ত হিসাবে ভোপাল আদালতে সমনের মাধ্যমে তলব করা হয়েছে বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী শ্রেয়রাজ সাক্সেনা। উল্লেখ্য গুন্ডা মন্তব্যের জেরে কৈলাশ বিজয়বর্গীর মানহানি মামলা করার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় আইনী নোটিশও পাঠিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানায়।রাজ্য রাজনীতিতে এবার আইনী উত্তাপ শুরু হয়ে গেল শাসক বনাম বিরোধী দলের মধ্যে।যদিও ইতিপূর্বে বেশকিছু লিগ্যাল নোটিশ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন বিজেপির বেশ কয়েক জন কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে। গত ডিসেম্বর মাসে দক্ষিণ ২৪ পরগণার সাতগেছিয়ায় রাজনৈতিক সভা করেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লাগাদার ‘ভাইপো’ সম্বোধনে আক্রমনাত্মক হয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে সোচ্চার হন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গী সহ তাঁর ছেলে আকাশ বিজয়বর্গীর বিরুদ্ধে গুন্ডামী সহ মাফিয়ারাজের অভিযোগ তোলেন। ওই রবিবারসীয় সভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন – “আমি নাম করে বলছি দিলীপ ঘোষ গুন্ডা, কৈলাশ বিজয়বর্গীর ছেলে আকাশ বিজয়বর্গী গুন্ডা”। এইবিধ নানান মন্তব্য করে আইনী লড়াইয়েরও হুশিয়ারি দিয়েছিলেন অভিষেক। এইরকম পরিস্থিতিতে সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর আইনজীবী পার্থ ঘোষের মাধ্যমে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে গুন্ডা সম্বোধনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ টি পাঠিয়েছেন। তিনদিনের মধ্যে গুন্ডা মন্তব্য প্রত্যাহার সহ নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা না করলে মানহানি মামলার হুশিয়ারী দিয়েছিলেন দিলীপ ঘোষ। একজন সর্বভারতীয় রাজনৈতিক দলের দায়িত্বশীল রাজ্য সভাপতি সহ সাংসদের বিরুদ্ধে এহেন মন্তব্য ভূল বার্তা যাবে, তাই গুন্ডা সম্বোধনে ২৪ ঘন্টার মধ্যেই লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন দিলীপ ঘোষ। এইরুপ দাবি রাজনৈতিক মহলে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন – ” ৭ কোটির বাড়িতে থাকিনা, আর গাড়ির কনভয়ে ২৫ টি গাড়িও থাকেনা আমার”। লোকের বাড়িতে থাকি বলে জানিয়েছিলেন দিলীপ বাবু। গতবছর ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশের ভোপালে নিম্ন আদালতে ইন্দোরের বিধায়ক আকাশ বিজয়বর্গী গুন্ডা মন্তব্যে মানহানি মামলা দায়ের করেছিলেন। এই মামলায় মামলাকারী এবং সাক্ষীর বয়ান নথিভুক্ত হয়েছে ওই আদালতে। তাই আদালত এই মামলার অভিযুক্ত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আগামী ১ মে সমন ইস্যু করে হাজিরার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, আগামী ২ মে একুশে বিধানসভা নির্বাচনে বাংলার নির্বাচনী ফলপ্রকাশের দিন।তার আগের দিনে একমুহূর্তে শাসক দল তৃণমূলের সেকেন্ডম্যান খ্যাত অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ভিনরাজ্যের আদালতে হাজিরার নির্দেশ অন্য মাত্রা এনে দিলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।