গুরুগোবিন্দ স্মৃতি সংঘের রক্তদান
সেখ সামসুদ্দিন, ২৫ আগস্টঃ মেমারি ১ ব্লকের দুর্গাপুর অঞ্চলের দুর্গাপুর গুরুগোবিন্দ স্মৃতি সংঘের উদ্যোগে পঞ্চম বর্ষ রক্তদান শিবির করা হয়। বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৬০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে এদিনের কর্মসূচি শুরু করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জিলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সমীরণ মজুমদার, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ, দুর্গাপুর স্মৃতি সংঘের সভাপতি অরবিন্দ ঘোষ, সম্পাদক পার্থসারথী পাল, সদস্য অরুণ পাল, বিশ্বজিৎ বসু, বিনয় কৃষ্ণ কোনার, বরুণ পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্মিত ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন নিত্যানন্দ ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন রক্তদাতাদের হাতে শংসাপত্র সহ একটি করে চারাগাছ প্রদান করা হয়।